Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১ম ধাপ : (খানাপুরী কাম বুঝারত)এ স্তরে খসরা রেকর্ড প্রস্তুত করা হয়।

২য় ধাপ : সরজমিনে নক্সার ভূল ত্রুটি সংশধন করে বিনামূল্যে প্রজাগণকে পরচা বিতরণ করা হয়।

৩য় ধাপ : (তসদিক স্তর) এ স্তরে খসরা, নক্সা ও রেকর্ড ১জন রাজস্য কর্মকর্তা কর্তৃক যাঁছাই-বাঁছাই করে তসদিক করা হয়।

৪র্থ ধাপ : (খসড়া প্রকাশণা) ৩০কর্মদিবস সময়কাল তসদিককৃত নক্সা ও রেকর্ড প্রজাসাধারনের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এ সময়ে উক্ত নক্সা ও রেকর্ডের বিরুদ্ধে কোন আপত্তি থাকলে সরকার নির্ধারিত কোর্টফিসহ আপত্তি গ্রহন করা হয়।

৫ম ধাপ : (আপত্তি নিস্পত্তি) তসদিক নক্সা ও রেকর্ডের বিরুদ্ধে উত্থাপিত আপত্তি শুনানীর মাধ্যমে নিস্পত্তি করা হয়।

৬ষ্ট ধাপ : (আপীল নিস্পত্তি) আপত্তির আদেশের বিরুদ্ধে দায়ের করা আপীল কেস শুনানীর মাধ্যমে নিস্পত্তি করা হয়। ।

৭ম ধাপ : (চুড়ান্ত প্রকাশনা) মুদ্রিত নক্সা ও রেকর্ড ৩০ কর্মদিবস সময় কালের জন্য প্রজাসাধারনের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় প্রদর্শনের ব্যবস্থা করা হয়।